রাজারহাটে আম পাড়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ : আহত ৮

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তার গাছের আম পাড়াকে কেন্দ্র করে দু’গ্রুপের এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

জানা যায়, রোববার সকাল ১১টার দিকে সদর ইউপির সওদাগরপাড়া এলাকায় সরকারি রাস্তার আম গাছে পার্শ্ববর্তী আব্দুস সামাদের পুত্র সাকিল (৯) আম পারতে গেলে একই এলাকার আমিনুর ইসলাম বাঁধা দেয়। এ ঘটনার জের ধরে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্রুপের ৮ জন আহত হয়।

আহতরা হলো-মানিক মিয়া (৫৫), ছামছুল (৩০), ছয়ফুল ইসলাম (২৬), আব্দুস সামাদ (৩২), ইসমাইল হোসেন (৭৫), আমিনুর ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (২৮), জামাল উদ্দিন (৩২)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য চালু নেই