‘রাজাকার পরিষ্কার করতে আর একটি যুদ্ধ করতে হবে’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, দেশ স্বাধীনের জন্য আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছিলাম। তবে এখন দেশ থেকে রাজাকার পরিষ্কার করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আর একটি যুদ্ধ করতে হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ।

মন্ত্রী বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি মাত্র। আরো অনেক বিচার বাকি আছে। শুধু ফিজিক্যালি রাজাকার মুক্ত করলেই চলবে না, মেন্টালিও রাজাকার মুক্ত করতে হবে।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন উর রশীদ আসকারি প্রমুখ।



মন্তব্য চালু নেই