রাজস্ব আদায়ে এনবিআরের রেকর্ড
২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৭৮৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে প্রতিষ্ঠানটি। রাজস্বে প্রবৃদ্ধি অর্জন করেছে ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে টানা দুই বছর রাজস্ব আদায়ে সাফল্য দেখাল প্রতিষ্ঠানটি। গত ২০১৪-১৫ অর্থবছরেও প্রায় ২ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছিল এনবিআর।
চলতি ২০১৫-১৬ অর্থবছরে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর প্রায় ১ লাখ ৫৪ হাজার ৭৮৩ কোটি ৯৩ লাখ টাকা আদায় করেছে। অর্থাৎ ৪ হাজার ৭৮৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
এনবিআরের দেওয়া তথ্য অনুসারে, অর্থ মন্ত্রণালয় চলতি অর্থবছরে এনবিআরকে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। তবে সরকারের দেওয়া লক্ষ্যমাত্রা এনবিআর অতিক্রম করে ১০৩ দশমিক ১৯ শতাংশ বা ১ লাখ ৫৪ হাজার ৭৮৩ কোটি ৯৩ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৭৮৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি।
চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে সবচেয়ে বেশি ১০৫ দশমিক ৫৪ শতাংশ রাজস্ব আদায় হয়েছে আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে। এ খাতে ৪২ হাজার ৫০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও এনবিআর প্রায় ৪৪ হাজার ৮৫৪ কোটি ৮৫ লাখ টাকা আদায় করেছে। সুতরাং এ খাতে এনবিআর প্রায় ২ হাজার ৩৫৪ কোটি ৮৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে। খাতটিতে ১৭ দশমিক শূন্য ১ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে।
অন্যদিকে আয়কর বাবদ ৫৩ হাজার ৪৩৬ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও খাতটি থেকে এনবিআর আদায় করেছে ৫৪ হাজার ২৪৪ কোটি ৬৭ লাখ টাকা। সুতরাং আয়কর বাবদ চলতি অর্থবছরে এনবিআর লক্ষ্যমাত্রার চেয়ে ৮০৮ কোটি ৬৭ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে। এ খাতে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ১৮ শতাংশ।
অনুরূপভাবে সফল্য দেখিয়েছে মূসকেও। ২০১৫-১৬ অর্থবছরে মূল্য সংযোজন কর (মূসক) বাবদ ৫৪ হাজার ৬৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর প্রায় ৫৫ হাজার ৬৮৪ কোটি ৪১ লাখ টাকা আদায় করেছে। এ খাতে এনবিআর লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৬২০ কোটি ৪১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে। আর খাতটিতে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬১ শতাংশ।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, দেশে রাজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছে এনবিআর। এজন্য যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে যারা সঠিক হারে কর দেন তাদেরকে নানাভাবে সম্মানিত করে উৎসাহ দেওয়া হচ্ছে। মূলত সম্মানিত করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরে ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে ১ লাখ ৩৬ হাজার ৭৪০ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল এনবিআর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৭১২ কোটি বেশি রাজস্ব আদায় করেছিল প্রতিষ্ঠানটি।
মন্তব্য চালু নেই