রাজশাহী শিক্ষা বোর্ডে ১৩ শিক্ষার্থী বহিষ্কার

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে শনিবার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় নকল করার জন্য ১৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অংশ নেয়নি ৪৫১ জন শিক্ষার্থী। বহিষ্কারকৃতদের মধ্যে নওগাঁ জেলার এক জন, পাবনার দুই ও বগুড়া জেলার ১০ জন পরীক্ষার্থী রয়েছে।

শনিবারের (১৪ ফেব্রুয়ারি) পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট এক লাখ ২৫ হাজার ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল এক লাখ ২৪ হাজার ৭১৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ৪৫১ জন।



মন্তব্য চালু নেই