রাজশাহী মহানগর জামায়াতের আমির গ্রেপ্তার
রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. আবুল হাশেমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
নগরীর বিনোদপুর এলাকার নিজ বাসা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহানগর জামায়াতের একটি সূত্র সাংবাদিকদের জানায়, ঢাকায় ব্যক্তিগত কাজ শেষে শনিবার রাত ৮টার দিকে বিনোদপুরের নিজ বাসায় ছিলেন জামায়াতের আমির ড. আবুল হাশেম। এর কিছু সময় পর নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে বাসা থেকে গ্রেপ্তার করে।
আরএমপি’র কমিশনার মো. শামসুদ্দিন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারের বিষয়টি নিরাপত্তার কারণে প্রথমে কাউকে জানানো হয়নি।
এই জামায়াত নেতা পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ বেশ কয়েকটি নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।
মন্তব্য চালু নেই