রাজশাহী বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

রাজশাহীর চারঘাটে বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন।

নিহতরা হলেন- চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমির সুইপার কলোনীর জহর লাল (৫৫), গোধুনী রানী (৭০), অনিল (৫৫), গোরশহরপুরের মাহাতাব উদ্দিন (৫৫) ও মুক্তারপুরেরর হেলাল উদ্দিন (৫৬)।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ড মাস্টারের বরাদ দিয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, ময়নাতদন্তে প্রাথমিকভাবে নিহতদের শরীরে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।

নিহতদের মধ্যে অনিলের লাশ রামেক হাসপাতালের শব ঘরে রাখা আছে। মাহাতাব উদ্দিনকে দাফন করা হয়েছে ও অন্যদের লাশ নিজ বাড়িতে আছে।

চারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো তারা জানেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই