রাজশাহী পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে: রাজশাহী মহানগরীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে মহানগরীর কোর্ট হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই শিশু হলো হড়গ্রাম পূর্বপাড়া এলাকার সাইদের ছেলে কুরাইশ (৪) ও জহুরুলের মেয়ে বৈশাখি (৪)।

স্থানীয়রা ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু জানান, শিশু কুরাইশ ও বৈশাখি মিলে বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে দুই শিশু পা ফসকে পানিতে পড়ে যায়। ঘটনাটি আশেপাশের লোকজন দেখতে পায়।

পরে পানি থেকে কুরাইশ ও বৈখাশিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরিবিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশু কুরাইশ ও বৈশাখির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



মন্তব্য চালু নেই