রাজশাহী নগরীতে কোথায় কখন ঈদের জামাত
নগরীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এজন্য ঈদগাহ ময়দান এরই মধ্যে প্রস্তুত করা হচ্ছে। বিশাল এই ঈদ জামায়াতের ইমামতি করবেন, হযরত শাহ্ মখদুম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী।
তবে বৈরী আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহ:) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর সাহেব বাজার বড় রাস্তায় এবং একই সময় টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে ঈদের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হবে।
হযরত শাহ্ মখদুম (রহ:) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী জানান, ঈদের জামায়াতে তার সহকারী ইমাম হিসেবে থাকবেন হাফেজ মওলানা ইয়াকুব আলী।
রাজশাহী সিটি করপোরেশন, ইমসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহমখদুম দরগা ট্রাষ্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া সূত্রমতে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে (তেরখাদিয়া) ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ টা ১৫ মিনিটে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায়, সিরোইল সরকারী হাই স্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮ টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিপাত হলে সকাল ৮ টায় প্রথম জামাত হবে বায়তুল আমান জামে মসজিদে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯ টায়।
অপরদিকে নগরীর বুলনপুর ঈদগাহ মাঠে ৮ টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহে সাড়ে ৮ টায়, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান, কাঠালবাড়ীয়া ঈদগাহ ময়দান, রায়পাড়া ঈদগাহ ময়দান, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।
নগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল পৌনে ৮ টায়, মসজিদ-ই-নূর ঈদগাহ মাঠ ৮ টায়, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১নং ঈদগাহ মাঠ, পাঁচানী ঈদগাহ মাঠ সাতবাড়িয়া ঈদগাহ মাঠ, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কয়েরদাড়া ঈদগাহ ময়দান ৮ টায়, মালদা কলোনী ঈদগাহ ময়দান সোয়া ৮ টায়, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠে ৮ টায়, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ ও কাশিয়াডাঙ্গা ঈদগাহ ৮ টায়, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে সাড়ে ৮ টায়, কাজলা ঈদগাহ মাঠ ৯ টায়, শিরোইল স্কুল ঈদগাহ মাঠে সোয়া ৮ টায়, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ মাঠে ৮ টায়, চৌদ্দপাই মোড় ঈদগাহ মাঠে সাড়ে ৮ টায়, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ মাঠ ৯ টায়, সপুরা শাহী জামে মসজিদ, বিএডিসি ঈদগাহ মাঠ অনুষ্ঠিত হবে।
এছাড়াও ফিরোজাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, আমচত্তর আহলে হাদীস মাঠে সকাল সাড়ে ৭ টায়, রামচন্দ্রপুর মহলদার পাড়ায় সোয়া ৮ টায়, বালিয়াপুকুর জামে মসজিদ ৮ টায়, খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজ সাড়ে ৮টায় , তালাইমারী বাজারে সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া বিরাজ করলে এ ক্ষেত্রে স্থানীয় মসজিদ সমুহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কোথাও কোথায় একাধিক জামাত হতে পারে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
মন্তব্য চালু নেই