রাজশাহীতে ৫ প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

রাজশাহী নগরীতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নগরীর নগরীর বিসিক ও কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালোত পরিচালনা করেন, নির্বাহি ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন।

জানা গেছে, বিসিক এলাকার বিশাল ফুড কারখানায় অপরিচ্ছন্ন অবস্থায় সেমাই তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চানাচুরসহ বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে ওই এলাকায় চানাচুর তৈরির জন্য কারখানার মালিক মুনসুর রহমানকে পাঁচ হাজার টাকা এবং সেমাই তৈরির মেশিন ছাড়াই পা দিয়ে সোমাই তেরির অপরাধে কারখানার মালিক অলক সরকারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে দুপুরে ৩টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় তরিকুল ইসলামের হোটেলে বাসি-পচা খাবার রাখা, নোংরা পরিবেশে খাবার তৈরি এবং খোলা অবস্থায় খাবার রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই এলাকায় খোলা অবস্থায় ইফতারি রাখার অপরাধে দোকান মালিক রিয়াজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাবের একটি দল অংশ নেয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নিলুফার ইয়ামিন।



মন্তব্য চালু নেই