রাজশাহীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকায় ২৫ বোতল ফেন্সিডিলসহ রাজু (৩০) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। আটককৃত রাজু রাজশাহী নওদাপাড়ার বাগানপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে।

বোয়লিয়া থানার এস আই রেজাউল জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাহেব বাজার এলাকা থেকে এফ জেট নামের একটি মোটরসাইকেলে করে রাজু ও রানাসহ তিনজন আসছিলো।

এ সময় অলোকার মোড় এলাকায় আসলে টহল পুলিশ তাদেরকে থামার জন্য সংকেত দেয়। রাজু মোটরসাইকেল থেকে নেমে পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশ রাজুকে ধাওয়া দিয়ে আটক করে। আর রানাসহ অন্যজন পালিয়ে যায়। পরে রাজুকে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে বলে এস আই রেজাউল জানান।



মন্তব্য চালু নেই