রাজশাহীতে লক্ষাধিক লিটার চোলাই মদ ধ্বংস

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভড়ুয়াপাড়া এলাকায় চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৫ এর সদস্যরা। এসময় এক লাখের বেশি লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভড়–য়াপাড়া গ্রামে এ অভিযান চালায়। পরে র‌্যাব-৫, রাজশাহীর সহযোগিতায় এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফার ইয়াসমিন।

র‌্যাব-৫ জানায়, পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে চোলাই মদ তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে প্রায় লক্ষাধিক লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। এ সময় র‌্যাব-৫, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই