রাজশাহীতে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : এক মাদক ব্যবসায়ীর ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনাল। কারাদণ্ড প্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম মিকাইল ইসলাম(১৯), সে জেলার গোদাগাড়ী উপজেলার সিএন্ডবি আচুয়াভাটা এলাকার আমজাদ আলীর ছেলে।
এছাড়া দ-প্রাপ্ত আসামীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাস সশ্রম কারাদণ্ড প্রাদান করেছেন ট্রাইবুনাল। বুধবার দুপুরে ট্রাইবুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করে জানান, কারাদ- প্রাপ্ত আসামী ২০১৩ সালের ৩০ আগস্ট গোদাগাড়ী থেকে একটি মিশুকে করে হেরোইন নিয়ে রাজশাহী আসছিলো।
জেলার পবা উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক মুরারীপুর এলাকায় পৌঁছলে রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মিশুকটিকে থামিয়ে মাদক ব্যবাসায়ী মিকাইলকে আটক করে।
অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান এর নেতৃত্বে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই দিন মোস্তফা জামান বাদি হয়ে পবা থানায় মিকাইলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মন্তব্য চালু নেই