রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন
সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে: ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুপুরে রাজশাহী সিটি করপোরেনের নগর ভবনের গ্রীণ প্লাজায় এ মেলায় আয়োজিত উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি) বলেন, রাজশাহী সবুজের নগরী। আর এই সবুজের নগরীতে আয়োজন করা হয়েছে বৃক্ষমেলা। যেন রাজশাহীকে আরো সুন্দর সবুজে পরিণত করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।
এ সময় রাজশাহীর বিভিন্ন বন কর্মচারী-কর্মকর্তা, স্টলের মালিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই