রাজশাহীতে বিএনপির দাপুটে নেত্রী ইয়াবাসহ গ্রেপ্তার
রাজশাহী জেলা বিএনপির দাপুটে নেত্রী লিজা (৩৮) ২২ পিস ইয়াবাসহ মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে নগরীর সদর হাসপাতালের মোড় এলাকা থেকে লিজাকে গ্রেপ্তার করা হয়।
লিজার বাড়ি নগরীর পাঠানপাড়া এলাকায়। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লিজাকে জাদুঘরের মোড় থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ২২ পিস ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার লিজাকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই