রাজশাহীতে পুলিশ পাহারায় বাসে আগুন, মা-মেয়ে দগ্ধ
রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় থাকা যানবাহনের বহরে হামলা ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে শিশির পরিবহনের একটি বাসে আগুনে মা ও মেয়ে দগ্ধ হন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন তিনজন।
সোমবার রাত সোয়া ১২টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা ভাংড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার ওসি খন্দকার নূর হোসেন জানান, নিরাপত্তা বাহিনীর পাহারায় শিশির এন্টারপ্রাইজের বাসসহ ১৫/১৬টি যানবাহন ঢাকা যাচ্ছিল। ওই বাসের পেছনে আরো দুটি বাস ও একটি ট্রাক ছিল। রাত ১২টার দিকে রাজশাহী টার্মিনাল থেকে ছাড়ার কিছুক্ষণ পরই গাড়িবহরে হামলা হয়। কয়েকজন দুর্বৃত্ত গলির ভেতর থেকে বাসটি লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে মা আম্বিয়া বেগম (৪৫) ও মেয়ে রিফাতসহ (১৭) দগ্ধ হন। হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে এসময় আরো তিনজন আহত হন। দগ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আম্বিয়া বেগমের দুই হাতসহ মুখের বাঁ অংশ এবং রিফাতের বাঁ হাতের কিছু অংশ ঝলসে গেছে।
মন্তব্য চালু নেই