রাজশাহীতে দুই সেমাই কারখানা সিলগালা

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকার দুইটি সেমাই কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই কারখানা দু’টিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতার এ দণ্ডাদেশ দেন।

বিএসটিআই’র ভারপ্রাপ্ত রাজশাহী আঞ্চলিক অফিস প্রধান প্রকৌশলী এমএ হান্নান জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুরে কাটাখালি এলাকার সেমাই কারখানা মেসার্স সুমন ফুড ইন্ডাস্ট্রিজ ও মেসার্স রাশেদ খাঁন বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রি এবং বিএসটিআই সনদবিহীন পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে কারখানা দু’টিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উৎপাদন বন্ধ রাখার জন্য কারখানা দু’টি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর শফিক, বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার শাহাদত হোসেন ও ইবাদত মানিক উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই