রাজশাহীতে ড্রেনের ভিতর থেকে নবজাতকের লাশ উদ্ধার
রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহী মহানগরীতে ড্রেনের ভেতর থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর হেতেমখাঁ পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সকালে ড্রেনের ভেতর একটি কন্যা নবজাতকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসি আরো জানান, সন্তান কার, বা কিভাবে সেখানে এলো সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থায় নেয়া হবে।
মন্তব্য চালু নেই