রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রসহ ২জনের মৃত্যু

রাজশাহী মহানগরীর বর্নালী মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজের শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম দেলশাদ আলী। দেলশাদ আলী রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর বর্নালী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন আসছিল। এ সময় দেলশাদ আলী রেল লাইনের উপর দিয়ে হেটে আসছিলেন। তাড়াহুড়া করে দেলশাদ রেল লাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি তাকে পেছনে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনা স্থলেই মারা যান। তার আইডি কার্ড থেকে নিশ্চিত হওয়া গেছে তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তার পুর্ন ঠিকানা জানা যায় নি।

পরে পুলিশ দেলশাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলের মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের মহাডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, রহনপুর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ৫৮২ আপ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক মারা যায়।

খবর পেয়ে সকাল ১০টায় জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।



মন্তব্য চালু নেই