রাজশাহীতে ছাত্রশিবিরের ৪৮ ঘন্টা ঢিলে ঢালা হরতাল পালিত

রাজশাহী বিভাগের আট জেলায় গত রোববার থেকে ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি দিয়েছিলেন ইসলামী ছাত্রশিবির।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির তথ্য সম্পাদক শাহাবুদ্দিন ওরফে মুহিরকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় এ হরতালের আহ্বান করেন ছাত্রশিবির নেতাকর্মরা।

৪৮ ঘন্টার হরতালের কর্মসূচিতে মাঠে ছিলোনা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মরা। হরতালের সমর্থনে রাজশাহী মহানগরীর আশেপাশে এলাকায় মিছিল করতে দেখা যায় নি। তবে একটু আতঙ্ক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীর চিত্র বদলে যায়, রাস্তার পাশের দোকান পাট খোলা ছিলো, রাস্তা গুলোতে রিকশা, অটোরিকশা মোটরসাইকেল, সিএনজি, হিউম্যান হলার, মিশুক, টেম্পো, মাইক্রেবাসসহ সব ধরনের হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো।

অন্যদিকে সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন রুটের আন্তঃনগর এবং লোকাল মেইল ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। অবরোধের কারণে ভাঙচুর ও নাশকতার আশঙ্কার মধ্যেও রাজশাহী থেকে দূরপাল্লার কয়েটি বাস ছেড়ে গেছে। বন্ধ রয়েছে আন্তঃজেলা রুটের বাস চলাচল। এতে বিভিন্ন রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবরোধের কারণে মহানগরীজুড়ে কঠোর অবস্থানে ছিলো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

যে কোনো ধরনের নাশকতা এড়াতে মহানগরীর আলুপট্টি, কুমারপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, নিউমার্কেট, লক্ষ্মীপুর মোড়, তালাইমারী, গৌরহাঙ্গা রেলগেট, ভদ্রা মোড়, কাটাখালী, বিনোদপুর বাজার, সোনাদীঘির মোড়, সদর হাসপাতালের মোড়, শালগান, সিটি বাইপাসসহ বিভিন্ন স্থানে ভোর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। এ ছাড়াও দেখা গেছে পুলিশের টহল।



মন্তব্য চালু নেই