রাজশাহীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহী মহানগরীর শাহ মখদুম ঈদগাহ ময়দান থেকে ঝুলন্ত অবস্থায় রিয়াজুল ইসলাম (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিয়াজুলের বাড়ি বাগেরহাটের শরনখোলায়। তবে তার পিতা-মাতার ও পূর্ণাঙ্গ পরিচয় এখনো জানা যায় নি।

শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান. স্থানীয় লোকজন কিশোর রিয়াজুলের লাশ ঈদগাহের একটি গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরো জানান, লাশটি নাইলনের দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝোলানো ছিলো। এটি আত্মহত্যা, নাকি হত্যাকান্ড- এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানিয়েছেন ওসি।



মন্তব্য চালু নেই