রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৭ শ্রমিক

রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাত নির্মাণ শ্রমিক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার রাতে তারা ঈদ করার উদ্দেশে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

এরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার কাজীপাড়া গ্রামের সোহেল রানা (২৬), লালমনিরহাটের জামিরবাড়ি এলাকার মনিরুজ্জামান (৩৫) ও জামাল (৩২), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সতেরশিয়া চামা গ্রামের তিন ভাই সোহেল (২২), রাসেল (২৪), আরিফ (২৬) এবং এই তিন সহোদরের ফুফাতো ভাই একই এলাকার সোহেল (১৮)।

এর মধ্যে অসুস্থ রাসেল জানান, তারা সবাই নির্মাণশ্রমিক। ঢাকায় কাজ শেষে ঈদ করার উদ্দেশে নিজ বাড়িতে ফিরছিলেন। টাঙ্গাইল এলাকায় তারা সবাই পানি পান করেন। এরপরেই তারা জ্ঞান হারিয়ে ফেলেন। তবে অল্প পানি পান করার জন্য তিনি অসুস্থ হলেও জ্ঞান হারাননি।

পথে ট্রাকটি কাটাখালি পুলিশ ফাঁড়ির কাছে এলে তিনি কোনোমতে ট্রাকের চালককে ডেকে ট্রাক থামিয়ে পুলিশকে সব ঘটনা খুলে বলেন। পরে পুলিশ ট্রাক থেকে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।



মন্তব্য চালু নেই