রাজবাড়ীতে আইন ও সাংবিধানিক অধিকার বিষয়ক দুইদিন ব্যাপী সচেতনতা প্রশিক্ষন

সেলফ হেলপ এসেসিয়েশন ফর রুরাল পিপল থ্রু এডুকেশন এন্ড এন্টারপ্রিনিয়রশিপ (শারি) আয়োজনে ব্রটের অর্থায়নে রাজবাড়ী জেলা পঞ্চায়েত কমিটির অংশগ্রহনে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর মহিলা উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ হলরুমে শনিবার দুইদিন বাপী আইন ও সাংবিধানিক অধিকার বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ শুরু হয়।

রাজবাড়ী জেলা দলিত পঞ্চায়েত ফোরামের কালুুখালী, পাংশা, বালিয়াকান্দি ও রাজবাড়ী সদর উপজেলার সদস্যদের সহযোগিতায় জেলা কমিটির সভাপতি নিখিল চন্দ্র দাসের সভাপতিত্বে সম্পত্তি রক্ষা আইন প্রসঙ্গ ( ভুমি আইন) রেকর্ড, খাজনা, দলিল সংরক্ষণ, ভুমিহীনদের খাস জমি পাওয়ার প্রক্রিয়া, নির্যাতন প্রতিরোধে সহায়তা ( ফোজদারী ) এজাহার, জিডি, পুলিশ বাদী মামলা, কোর্ট কেইস, কোর্ট ফি, জজ কোর্টে দু:স্থদের মামলার তহবিল, বাল্য বিবাহ, যৌতুক নিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, হিন্দু বিবাহ আইন ও রেজিষ্টেশন বিষয়ে আলোচনা করেন, রাজবাড়ী জজ কোর্টের এ্যাডভোকেট, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কন্ঠের সম্পাদক খান মোহাম্মদ জহুরুল হক।

প্রশিক্ষনের উদ্দ্যেশে ব্যাখ্যা করেন, শারির উমেশ সাহা, প্রশিক্ষন পর্যালোচনা করেন, শারির নিরঞ্জন দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোকারম হোসেন।

এসময় শারি”র হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার সোহেল রানা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে রাজবাড়ী জেলা দলিত পঞ্চায়েত ফোরামের কালুুখালী, পাংশা, বালিয়াকান্দি ও রাজবাড়ী সদর উপজেলার ৩০জন সদস্য অংশ গ্রহন করেন। রবিবার প্রশিক্ষণ সম্পন্ন হবে।



মন্তব্য চালু নেই