রাজন হত্যা: ৩ পুলিশ সদস্যকে এবার নোটিশ

কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় জালালাবাদ থানার সাময়িক বরখাস্তকৃত ওসি (তদন্ত) আলমগীর হোসেন এবং দুই এসআই আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে এবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ।

বুধবার এই নোটিশ প্রদান করা হয়েছে জানিয়ে রহমত উল্লাহ জানান, সাতদিনের মধ্যে তাদেরকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।

প্রসঙ্গত, রাজন হত্যাকাণ্ডের পর দায়িত্বে অবহেলা এবং খুনিদের বাঁচানোর চেষ্টার অভিযোগ ওঠে ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রমাণ পাওয়ায় গত ২৪ জুলাই এসআই আমিনুল ও জাকিরকে সাময়িক বরখাস্ত এবং গত ২৭ জুলাই ওসি (তদন্ত) আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ৮ জুলাই সামিউল আলম রাজনকে সিলেট নগরীর কুমারগাঁওয়ে নির্যাতন করে হত্যা করা হয়।



মন্তব্য চালু নেই