রাজন হত্যায় আরও ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

পৈশাচিক নির্যাতনে সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার অন্যতম দুই আসামি দুলাল আহমদ ও ভিডিও ধারণকারী নূর মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

সিলেট তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হক মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টা থেকে সাড়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের জবানবন্দী গ্রহণ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন চৌকিদার ময়না মিয়া।



মন্তব্য চালু নেই