“রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি”
আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি তার প্রতিক্রিয়ায় সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
কাদের বলেন, অনেকে ভাববেন আমি সড়কের দায়িত্ব পালন করি। কীভাবে দল চালাবো। কিন্তু আমি নিজেকে মন্ত্রী ভাবি না। এখন আমার জন্য আরো ভালো হয়েছে। একদিকে রাস্তা দেখবো তার সঙ্গে তৃণমূলের নেতাদের দুঃখ বোঝবো।
আমাদের পার্টি সুশৃঙ্খল হতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গুণগতভাতে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন সৈয়দ আশরাফ নিজেই আমার নাম ঘোষণা করেছেন, এটাই ছিল বড় চমক।
মন্তব্য চালু নেই