‘রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখুন’

উরিতে জঙ্গি হামলার ছায়া পড়েরেছ ক্রিকেটে। এ ঘটনার পর বিসিসাই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর পাকিস্তানের সঙ্গে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত রকমের ক্রিকেটীয় সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হক রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন।

মিসবাহ বলেন, `ক্রিকেটার হিসেবে আমি চাই ভারতের বিরুদ্ধে খেলতে, দলকে নেতৃত্ব দিতে চাই। আমার মতে রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখা উচিত। ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজে এই প্রভাব না পড়ায় উচিত।`

২০১০ থেকে টেস্টে পাকিস্তানকে নেতৃত্বে দিয়ে আসছেন মিসবাহ। কিন্তু এখনও টেস্টে ভারতের বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দেওয়া হয়নি মিসবাহর। কারণ ২০০৭ এর পর থেকে কোনও টেস্ট ম্যাচ খেলেনি দুই দেশ। যদিও ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটকে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ।



মন্তব্য চালু নেই