রাজনীতিবিদ প্রেমিকের প্রশ্রয়ে দেহ ব্যবসায় এই মডেল

নাম তার সেনাড নুরকিচ। ছোটপর্দার লাস্যময়ী এই তারকা সার্বিয়ার অত্যন্ত জনপ্রিয় নাম। শরীরি ভাষায় অনুগামীদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দেন ২৪ বছরের এই হট অ্যান্ড সিজলিং মডেল। এর বাইরেও অবশ্য আরেকটা পরিচয় রয়েছে তাঁর। এক রাজনীতিবিদের গার্লফ্রেন্ড তিনি। তাহলে প্রশ্ন হল, নতুন করে সংবাদের শিরোনামে কেন উঠে এসেছেন এই মডেল? নিজে মুখে স্বীকার করেছেন, বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও দেহ ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি!

নাম, যশ বা অর্থ, কোন কিছুরই অভাব নেই। তাহলে দেহ ব্যবসার মতো পেশা কেন বেছে নিলেন তিনি? এ ব্যাপারে সেনাড জানান, ‘এতে তো কোন অপরাধ নেই। তাছাড়া দুনিয়ায় কোন কাজই ছোট নয়। আমার এই কাজ করতে বেশ ভাল লাগে। তাই এই পেশায় নাম লিখিয়েছি। ’

কিন্তু সার্বিয়ায় দেহ ব্যবসার উপর কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। কল গার্ল বা বারবনিতাদের হাতেনাতে ধরতে পারলেই সোজা তাঁদের স্থান হয় শ্রীঘরে৷ সেসবকে অবশ্য একেবারেই তোয়াক্কা করেন না এই লাস্যময়ী টিভি স্টার। কারণ পুলিশকে সামলানোর দায়িত্ব নিয়েছেন খোদ তাঁর রাজনীতিবিদ বয়ফ্রেন্ড! আসলে এই পেশা থেকে মোটা অঙ্কের টাকা ঢোকে সেনাডের পকেটে। তাই তাঁর পরিবার বা বয়ফ্রেন্ড, কেউই এতে বাধা দেন না।

জনপ্রিয় এই মডেলের অবশ্য দেহব্যবসার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। শুধুমাত্র বড় ব্যবসায়ী এবং সুপুরুষ ব্যক্তিদের ডাকেই সাড়া দেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘বড়মাপের ব্যবসায়ীরা ফোন করেন। যখন তাঁদের স্ত্রীরা বাড়ির বাইরে থাকেন, তখন পৌঁছে যাই। আমার টাকাতেই পরিবারের সব দেনা মেটে। ’

সূত্র: সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই