রাজনীতিবিদদের সঙ্গে খালেদার ইফতার

প্রতিবছরের মতো এবারও রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

পবিত্র রমজানের তৃতীয় দিনে রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া।

এ সময় তিনি রাজনীতিবিদদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।

খালেদা জিয়া বিকেল ৬টা ৩৫ মিনিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত হন।

ইফতার মাহফিলে বিকল্পধারাা সভাপতি ডা. এ কি উ এম বদরুদোজ্জা চৌধুরী, জাসদের সভাপতি আ স ম আব্দুর রব উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারি রহমান, ড. মঈন খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য আব্দুল হালিম, কর্ম পরিষদের সদস্য ডা. রেদোয়ান উল্লাহ শাহেদী, ইসলামী ঐক্যজোটের চেযারম্যারন আবদুল লতিফ নেজামী, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।

সোমবার একই স্থানে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইফতার করবেন খালেদা জিয়া।

মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সঙ্গে ইফতার করবেন বিএনপি নেত্রী।



মন্তব্য চালু নেই