রাজনীতিতে অভিষেক এই দুই বলিউডি অভিনেতার! কোন দলে যোগ দিচ্ছেন?

রাজনীতির ময়দানের সঙ্গে বিনোদন জগতের সখ্যতা নতুন নয়। ভারতে নির্বাচনের দিন যতই এগিয়ে আসতে থাকে সেই ছবি যেন আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। দেশটির পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ী হতে নিজের নিজের দলকে গুছিয়ে নিচ্ছে প্রত্যেকেই। আর এরইমধ্যে বিজেপি দলের এই খবর চমকে দিতে পারে আপনাকেও।

শোনা যাচ্ছে, দুই বলিউডি অভিনেতা জ্যাকি শ্রফ এবং অর্জুন রামপাল বিজেপিতে যোগ দিতে চলেছেন। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, এই তারকাদ্বয়, উত্তরপ্রদেশ নির্বাচনী ক্যাম্পেনের প্রধান ভূমিকা পালন করতে চলেছেন৷ দিল্লিতে দলীয় মহাসচিব কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করবেন তাঁরা৷কিছুদিন আগেই, সংগীত পরিচালক সাজিদ এবং ওয়াজিদ বিজেপিতে যোগ দেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারী এবং মার্চে, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, যার মধ্যে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব মুখ্য৷ আর এই নির্বাচনী প্রচারে নজর কাড়তেই বলিউডি সেলেবদের হাতিয়ার করতে চলেছে বিভিন্ন দল, এমনটাই জানা গিয়েছে।



মন্তব্য চালু নেই