রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালি

দীর্ঘদিন পর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালির মাধ্যমে ঢাকার রাজপথে কর্মসূচি পালন করলো বিএনপি। বুধবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি মালিবাগ মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিজয় র‌্যালির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মো. শাহজাহানসহ কেন্দ্রীয় নেতারা।
এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী বিজয় র‌্যালিতে অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘বিজয়ের ৪৪ বছর পরও দেশের মানুষ অধিকারের জন্য লড়ছে। দেশে আজও গণতন্ত্র নেই। দেশে এখনও গুম হয়।’

তিনি বিজয় দিবসে দলের নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষের প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।



মন্তব্য চালু নেই