রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে দুই পলাতক সিংহ
কেনিয়ার রাজধানীর ন্যাশনাল পার্ক থেকে দুটি সিংহ পালিয়ে গিয়ে শহরের জনবসতিপূর্ণ এলাকার দিকে চলে গেছে। দেশটির বন্যপ্রাণী সার্ভিস (কেডব্লিউএস) শুক্রবার নাইরোবির জাতীয় পার্ক থেকে পালানো সিংহদুটিকে ধরতে সাহায্যের আহ্বান জানিয়েছে।
কেডব্লিউএস মুখপাত্র পল উদোতো বলেন, ‘সিংহ বিপজ্জনক বন্য প্রাণী। তাই তাদের মুখোমুখি হয়ে উত্তেজিত না করার আহ্বান জানানো হয়েছে।’
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কমপক্ষে দুটি সিংহ পার্ক থেকে পালিয়ে যায়। ১১৭ বর্গকিলোমিটার জুড়ে এ পার্ক বিস্তৃত। প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত সুউচ্চ সিটি সেন্টার থেকে পার্কে থাকা ষাঁড় ও গণ্ডারের গর্জন শোনা যায়।
নাইরোবির রাস্তায় সিংহ হেঁটে বেড়ানোর খবর এটাই প্রথম নয়। উদোতো বলেন, ‘এটা খুবই জনবহুল এলাকা এবং এ কারণে আমরা তল্লাশি জোরদার করছি। তাদের সম্পর্কে কেউ তথ্য পেলে অবিলম্বে আমাদেরকে জানাতে পারেন।’
তিনি বলেন, দুই সিংহকে শেষবারের মত নাইরোবির লংগাতা জেলায় দেখা যায়।
মন্তব্য চালু নেই