রাজকীয় স্পোর্টস বাইক
ব্রিটিশ বাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড ভারতের বাজারে নিয়ে এসেছে স্পোর্টস বাইক। বাইকটির মডেল হিমালায়ান। মাদ্রাজ মটরসের সঙ্গে যৌথভাবে ভারতের বাজার এনফিল্ড বাইকটি ভারতে বাজারজাত করছে।
এই স্পোর্টস বাইকটি ৪১০ সিসির ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডারেরএয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।নতুন চেসিস, নতুন ইঞ্জিন এবং নতুন ডিজাইনের এই বাইকটির কার্যক্ষমতা হবে ২৮ পি এস। ২৮ থেকে ৩০ বিএইচপির এই বাইকের টর্ক ৩২এনএম/৬ হাজার ৫০০ থেকে ৭ হাজার আরপিএম।
নতুন এই ইঞ্জিনে আছে কাউন্টার ব্যালেন্সার। যার কারণে ইঞ্জিন হবে আরও সাবলীল এবং বাধামুক্ত। এটি অন্য যে কোন রয়েল এনফিল্ড ইঞ্চিনের চেয়ে পরিশীলিত।
চেসিসে ব্যবহার করা হয়েছে দ্বৈত ক্রাডল। নতুন এই বাইকটি দুটি ভার্সনে ভারতের মোটর বাইক বাজারে আসছে। একটিতে থাকবে বৃহৎ ফ্রন্ট ফেন্ডার এবং দ্বৈত স্পোর্ট টায়ার এবং অন্যটিতে থাকবে স্ট্রিট টায়ার এবং প্রচলিত মার্ড গার্ড।
দুটি ভার্সনের মূল্য হবে যথাক্রমে ১লক্ষ ৬৫ হাজার রুপি এবং ১ লক্ষ ৮৫ হাজার রুপি। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১ লক্ষ ৯৮ হাজার টাকা এবং দুই লক্ষ ২২ হাজার টাকা।
মন্তব্য চালু নেই