রাজকন্যারর প্রতি রাজার ভালোবাসা!
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক জনপ্রিয় ঠিক তেমনই তার কন্যাও। জনপ্রিয় দুই পিতা-কন্যার ভালোবাসার দারুণ একটি ছবি পোস্ট করেছেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।
গত নভেম্বরে জন্ম নেয়া আলাইনা হাসান অব্রি এরই মধ্যে সামাজিক গণমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় চরিত্রদের অন্যতম। বাবা-কন্যার ভালোবাসার অনেক ছবি ফেসবুকে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। তেমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অব্রির মা শিশির। বিছানায় বাবা-কন্যা একজন আরেকজনের দিকে গভীর ভালোবাসায় তাকিয়ে থাকা সেই ছবি পোস্ট করে সাকিব ক্যাপশন লিখেন, বাপ-বেটির রোমান্স। আগের ছবিগুলোর মতো এটিও ফেসবুকে দারুণ আলোড়ন তুলেছে।
মন্তব্য চালু নেই