রাগী ছবির শুটিং শুরু করলেন অধরা

নবাগত চিত্রনায়িকা অধরা খান তার নতুন ছবি ‘রাগী’র শুটিং শুরু করলেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় প্রথমদিন ছবির শুটিংয়ে অংশ নেন অধরা খান।

অন্যান্য অভিনয় শিল্পীর মধ্যে ছিলেন আবির, সনি প্রমুখ।

অধরা বলেন, ‘প্রথমদিনের মত ভালোভাবেই শুটিং শেষ করেছি। আগামী ৬-৭ দিন টানা ছবির কাজ চলবে। আজ কয়েকটা অ্যাকশন দৃশ্যের চিত্রায়ন হয়েছে।’

ছবিতে অধরা অভিনয় করছেন আলোচিত অভিনেত্রী মুনমুনের ছোট বোনের চরিত্রে। ‘রাগী’ পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। নির্মাতা মিজান দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের গুণী নির্মাতা শাহাদাৎ হোসেন লিটনের সহকারী হিসেবে কাজ করেছেন।

নায়িকা অধরা বর্তমানে কাজ করছেন শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মত ভালোবাসি’ ছবিতে। বর্তমানে ছবিটির নির্মাণ কাজ একেবারেই শেষ দিকে। ত্রিভূজ প্রেমের এ ছবিতে অধরার বিপরীতে আছেন আসিফ নূর এবং সুমিত।



মন্তব্য চালু নেই