রাখে আল্লাহ মারে কে? ট্রাকের ধাক্কায় মৃত মায়ের গর্ভ থেকে বেরিয়ে এলো যে শিশু!

জন্মের আগেই ট্রাকের ধাক্কায় মারা গেছে মা-বাবা, কিন্তু রাখে আল্লাহ তো মারে কে, আলৌকিক ভাবে বেঁচে গেল গর্ভের শিশুটি। কারণ হতভাগ্য এই শিশুটির জন্মের আগেই ঘটেছে তার পিতা-মাতার মর্মান্তিক মৃত্যু। আর দূর্ঘটনার ফলে মৃত মায়ের গর্ভ থেকে বেরিয়ে এল শিশুটি।

ডেইলি মেইলের খবরে প্রকাশ, মোটর সাইকেলে হাসপাতালে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তঃসত্ত্বা মা ওয়্যাং ঝাউ এবং পিতা মাও ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকের প্রচণ্ড ধাক্কায় মায়ের গর্ভ থেকে শিশুটি বেরিয়ে যেয়ে প্রায় ৯ ফুট দূরত্বে যেয়ে পড়ে। আশ্চর্যজনক হলেও সত্যি অলৌকিক ভাবে বেঁচে যায় শিশুটি। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।



মন্তব্য চালু নেই