রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের গুপ্ত হত্যা অব্যাহত, ৪ লাশ উদ্ধার

ময়ানমারের পশ্চিম রাখাইনে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহ থেকে এ নিয়ে তৃতীয় বারের মত লাশ উদ্ধারের ঘটনা ঘটল। নিহতরা রোহিঙ্গা মুসলিম। মিয়ানমারের সরকারি মিডিয়া বলছে সর্বশেষ যে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে সে পুলিশের ওপর গত ৯ নভেম্বর হামলা ঘটনার সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। মিডিয়া এও দাবি করে নিহত ব্যক্তি স্থানীয় প্রশাসনের সহযোগী ছিল।

সর্বশেষ যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে তার নাম সিরাজুহুত। সে বাস করত রাখাইনের উত্তরে কেইন গ্রামে।

এদিকে গত সপ্তাহে মংডু শহরের কাছে ইয়াতউইনখিউন গ্রামে এক সরকারি কর্মচারিকে হত্যা করা হয়। তার নাম রফি এবং বয়স ২৮ বছর। রফিকে ছুরিকাঘাত করে গত ২৪ ডিসেম্বর হত্যা করা হয়। একটি চিংড়ি খামারের কাছ থেকে রফির লাশ উদ্ধার করে তার প্রতিবেশি সউদি মুল্লা। রফির গলা কাটা ছিল।

নাগাখুইয়া সীমান্ত পুলিশ এ হত্যাকা-ের তদন্ত শুরু করেছে।



মন্তব্য চালু নেই