রাউজানে ২০১৫ সনের এসএসসি পরীক্ষার্থী ৩৪৬১ জন দাখিল ৮০১ জন
চট্টগ্রাম রাউজানে এবার এস.এস.সি পরীক্ষা ৪টি কেন্দ্রের মাধ্যামে ৩৪৬১ জন, দাখিলে ৩টি কেন্দ্রে ৮০১ জন ও এসএসসি (ভোকেশনাল) ২টি কেন্দ্রে ১২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
৫২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল থেকে এ বছর ছাত্র-১৫৮৪, ছাত্রী-১৮৭৭ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে, ২২ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ছাত্র-৪৪৪, ছাত্রী-৩৫৭ পরীক্ষার্থী এবং ২টি প্রতিষ্ঠান থেকে এসএসসি(ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ছাত্র-৭৪, ছাত্রী-৫৩ পরীক্ষার্থী।
কেন্দ্র সমূহ হলো যথাক্রমে
১। রাউজান আর.আর.এ.সি.মডেল উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী সংখ্যা-১০৩৪)
২। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়(পরীক্ষার্থী সংখ্যা-৮৪৮)
৩। গহিরা এ.জে.ওয়াই.এম.এম.বহুমূখী উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী সংখ্যা-৭৪৯ জন এবং
৪। দেওয়ানপুর এস.কে.সেন.স্কুল এন্ড কলেজ (পরীক্ষার্থী সংখ্যা-৮৩০ জন)।
দাখিল পরীক্ষার কেন্দ্র সমূহ
১। কাগতিয়া এশাতুল উলুম কামিল (এমএ) মাদ্রাসা।
২। রাউজান দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা।
৩। গহিরা এফ.কে.জামেউল উলূম কামিল মাদ্রাসা এবং এসএসসি (ভোকশনাল) পরীক্ষা কেন্দ্র ২টি
১। রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশন
২। রাউজান আর.আর.এ.সে.মডেল উচ্চ বিদ্যালয় (ভেনু-রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ)।
উপজেলা শিক্ষাকর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এবার রাউজানের এসএসসি ও সমমানের পরীক্ষা সমূহ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে স¤পন্ন করার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই