রাউজানে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম ঘটনায় অবশেষে স্বামীর মৃত্যু
চট্টগ্রামের রাউজানে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় অবশেষে গত ১০ জুলাই শুক্রবার সন্ধ্য ৬টা দশ মিনিটে স্বামী রতন ঘোষ (৬০) চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে মারা গেছেন। উল্লেখ্য গত ৮ জুলাই বুধবার গভীর রাতে ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহজন বাড়ীতে স্বামী স্ত্রী কে কুপিযে জখম করে স্থানীয় একই বাড়ীর রতন সহ কয়েকজন।
সুত্র জানায় নিহত ব্যক্তির ঘরের ইলেক্ট্রিক কাজের টেন্ডার নিয়ে পুলিশের হাতে ধৃত রতনের সাথে নিহত রতন ঘোষের কেেয়কদিন আগে বাগবিতান্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে পলিুশের হাতে ধৃত আসামী রতন ও কয়েকজন মিলে রতন ঘোষ ও তার স্ত্রীকে এলোপাতারি কুপিয়ে জখম করে।
এতে রতন ঘোষ সন্ধ্য ৬টা নাগাদ মারা গেলেও তার স্ত্রী মুমুর্ষ আব¯থায় চমেকে ভতি রয়েছ। রতন ঘোষের মৃত্যুর খবর ডাবুয়া ইউনিযনে ছড়িয়ে পড়লে এলাকার শান্তি প্রিয় মানুষের মাঝে ক্ষোভের সংবার ঘটেছে। এই রিপোট লেখা পর্যন্ত নিহতের মরদেহ বাড়ী এসে পৌছায়নি।
মন্তব্য চালু নেই