রাউজানে সেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/08/Raozan-Gorib-Ulla-Para.jpg)
চট্টগ্রামের রাউজান উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়রে কয়েক হাজার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম গরিব উল্লাহ পাড়া বাকের আলী সড়কটি সংস্কার করেছে স্থানীয়রা।
সেচ্ছাশ্রমে সংস্কার কাজে এখানে এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ অংশ গ্রহন করেছে বলে স্থানীয় যুবক জালাল উদ্দিন রুমি জানান। এই অংশ নিতে পেরে এলাকার মানুষও খুশি বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য চালু নেই