রাউজানে বিজিবির গাড়ির ধাক্কায় অটোরিকশা খাদে, চালকসহ আহত-৩

চট্টগ্রামের রাউজান উপজেলায় ব্রডার গার্ড অব বাংলাদেশ (বিজিবির)’র গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছে। জানা যায়, উপজেলার গহিরা এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ব্রডার গার্ড অব বাংলাদেশ (বিজিবির)’র গাড়ির ধাক্কায় ইউনূছ মিয়া ব্রীজের নীচে খাদে সিএনজি চালিত অটোরিকশা পড়ে। গতকাল দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

এ দূর্ঘটনায় অটোরিকশা চালক মো.মনছুর (২৪) আহত হয়। চালক মনছুর ছাড়াও আহত হয়েছ্ েআরো দুই যাত্রী। সিএনজি চালক মো.মনছুর (২৪) উপজেলার পৌরএলাকার ফকির হাট বাজারের উত্তর পার্শের বাড়ীর মনা সাওদাগরের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর মুন্সীঘাটা গামী সিএনজি চালিত অটোরিকশার পেছনে একটি বিজিবির গাড়ি দ্রুত গতিতে আসতে দেখা যায়। দূর থেকে গাড়িটি হর্ণ বাজালে মুন্সীঘাটাগামী সিএনজি চালিত অটোরিকশাটি ব্রীজের সামনে দাড়িয়ে সাইট দেয়। বিজিবির গাড়িটি ওভার টেক করতে গিয়ে সিএনজির পেছনে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশাটি ব্রীজের উত্তর পার্শ্বের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খরব পাওয়ার সাথে সাথে হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে থেকে সিএনজিটিকে উদ্ধার করে। সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার চলাকালীন সময়ে বিজিবির গাড়িটি ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিজিবির সদস্যরা আহতদের চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসলয়ে পাঠান। তবে আহত সিএনজির দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। সিএনজি চালিত অটোরিকশাটি দুমকে মুমড়ে মুচড়ে যায়।



মন্তব্য চালু নেই