রাউজানে দেয়াল চাপায় মাদ্রাসার ছাত্র নিহত
চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন একটি মাদ্রাসার দেয়াল ভেঙ্গে চাপা পড়ে এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হওয়ার ৭দিন পর অবশেষে গতকাল রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে।
নিহত মো. আরমান (১০) উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের বদল চৌধুরী বাড়ির প্রবাসী মো. আবুর ছেলে এবং মঙ্গলখালী হযরত আবু বক্কর সিদ্দিক (র.) নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। ৭নং রাউজান ইউনিয়নের সাবেক চেয়াম্যান শাহ আলম ও এলাকার তরুন আশরাফুল ইসলাম রনি ও এলাকার লোকজন গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশে নির্মানাধীন তদরিছুল কোরআন ফোরকানিয়া মাদ্রাসার পাশে খেলছিল আরমান।
এসময় মাদ্রাসার একটি ইটের কাচা পাকা দেয়াল আরমানের গায়ের উপর চাপা পড়ে। এরপরই তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৭দিন অজ্ঞান অবস্থায় থাকার পর গতকাল রাত পৌনে ১১টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার এই অকাল মৃত্যুর সংবাদ স্বজন ও প্রতিবেশীরা জানতে পারলে শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য চালু নেই