রাউজানে দুই রোহিঙ্গা যুবক আটক

চট্টগ্রামের রাউজান থানা পুলিশ আবদুল শুক্কুর (২৩) ও ফজি আলম (২৩) নামের দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে। গতকাল বিকাল সাড়ে পাচঁটার সময় রাউজানের উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

থানা সূত্রে জানা যায়, রাউজান থানার এস আই খলিলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকায় একটি মামলার পলাতক আসামীদের ধরতে অভিযান চালায়। এই সময় দুই অপরিচিত যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে দুই যুবক তাদের বাড়ী উখিয়া বলে জানায়। পরে পুলিশ এই দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা তাদের বাড়ী কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় দাবী করলে পুলিশ জানিয়েছে আটককৃত দুইজনই রোহিঙ্গা। রাউজান থানার এস আই খলিলুর রহমান রাউজান বার্তাকে জানান, আটক দুই যুবকের বিরুদ্বে বিদেশী নাগরিক সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। ২৯জুন সোমবার দুই রোহিঙ্গা যুবককে পুলিশ আদালতে সোর্পদ করেছে।



মন্তব্য চালু নেই