রাউজানে চেক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটক

চট্টগ্রাম রাউজানের নোয়াপাড়া থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে রাজারদিঘী পাড় হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত আসামীর নাম কামাল হোসেন (৩৫)। তার বাড়ী নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাটের কাছে বলে জানাগেছে। তার বিরুদ্ধে ঋণখেলাপী ও চেক প্রতারণার অভিযোগ আছে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ টুটন মজুমদার জানান, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক কামাল সাংবাদিকদের বলেন, ৫ লাখ টাকা ঋণ নিয়ে স্বপ্ন বুনেছিলাম ব্যবসায় সফল হয়ে প্রতিষ্ঠিত হব। তবে দেশের পরিস্থিতি ভাল না থাকায় ববস্যা বাণিজ্য তেমন ভাল যাচ্ছিল না। তাই ব্যাংক ঋণের অর্ধেট টাকা পরিশোধ করলেও বাকী টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। আমি আমাদের ফ্যামিলির একমাত্র উপার্জনকারী।

এখন আমাকে জেলে দিয়ে কি লাভ? আমাকে আরো কিছুদিন সুযোগ দিলে হয়তো আমি ঋণ পরিশোধের চেষ্টা করতে পারতাম। ব্যাংকের নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি আইনি পক্রিয়া। ব্যাংক তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেছে। কোর্টের রায়ের ফলেই পুলিশ তাকে ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে আটক করেছে।



মন্তব্য চালু নেই