রাউজানে অগ্নিকান্ডে ব্যাকারী পুড়ে ছাই : ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকা

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে ব্যাকারী সম্পূর্ণ পড়ে যায়। জানা যায়, ৫ ফেব্র“য়ারী দিবাগত রাত ২টায় শাহ পরান ব্যাকারীতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

ব্যাকারীর কর্মচারীরা জানান, রাতে সকলের কাজকর্ম শেষে পার্শ্ববর্তী রুমে ঘুমিয়ে পড়ে। গভীর ঘুমে নির্মজিত সবাই রাত ২টার দিকে আগুনের তাপ ও শব্দ শুনে সবাই ঘুম থেকে উঠে পড়ি। সেই সময় ব্যাকারীতে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আমরা সবাই পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করলেও ব্যার্থ হই। পরে রাউজানের ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তারা আরো বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি কিভাবে হলো এখনে পর্যন্ত অস্পষ্ট রয়েছে। এবং ব্যাকারীর সম্পূর্ণ মালামালসহ সব সংঞ্জাময়াদী পুড়ে ছাই হয়ে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এক কর্মচারী জানান। পরে ব্যাকারীর মালিকের সাথে যোগাযোগ করতে চাইলে মালিক শহরের রয়েছে জানালে মোবাইল ফোনেও সংযোগ পাওয়া যায়নি।

অগ্নিকান্ড কবলিত শাহ পরান ব্যাকারী পরিদর্শন করছেন বলে জনান স্থানীয় জনপ্রতিনিধিরা।



মন্তব্য চালু নেই