রাউজানের মদসহ মাদক পাচারকারী আটক: আদালতে সোর্পদ
চট্টগ্রামের রাউজান কদলপুর এলাকা থেকে পাহাড়ী চোলাই মদসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে সাতটা পাঁচচল্লিশ মিনিটের সময় রাউজান থানার এস আই মুরাদ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযাণ চালিয়ে দুই মদক পাচারঁকারী কে ৭৬ লিটার পাহাড়ী চোলাই মদ সহ গ্রেফতার করেন।
রাউজান থানার এস আই মুরাদ জানান, গত রবিবার রাত সাতটার সময়ে এলাকার লোকজন গোপনে পুলিশকে সংবাদ দেয়। এলাকার লোকজনের সংবাদের ভিত্তিত্বে রাউজানের কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল মুন্দার তালকদার বাড়ীর সামনে পুলিশ উপস্থিত হলে মাদক পাচারকারী দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময়ে পুলিশ ধাওয়া করে মাদক পাচারকারী রাউজানের কদলপুর এলাকার আমির হোসেনের পুত্র মমতাজ (২৮) তাজুল ইসলামের পুত্র নুরুল ইসলাম (২৬)কে ৭৬ লিটার পাহাড়ী চোলাই মদসহ গ্রেফতার করেন। পুলিশের ধাওয়ার মুখে মাদক পাচারকারী লোকমান, সৈয়দ, একতেয়ার পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
রাউজান থানার ওসি তদন্ত আলমগীর জানান, এই ব্যাপারে রাউজান থানার এস আই মুরাদ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে রাউজান থানায় মামলা দায়ের করেন। পুলিশের কাছে ধরা পড়া দুই মাদক পাচারকারীকে সোমবার আদালতে সোর্পদ করে পুলিশ।
মন্তব্য চালু নেই