রাউজানের জনতার হাতে ধরা পড়ল অজগর

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় রাস্তাপারাপারের সময় জনতার হাতে ধরা পড়েছে এক অজগর সাফ। গত ১২ মে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে স্থানীয় শেখপাড়া স্কুলে সামনে থেকে অজগরটি আটক করে কৌতুহলি জনতা।

এদিকে গত রবিবার নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের জয়নুদ্দিন দপ্তরীর বাড়ীর পিছনেও একটি অজগর দেখতে পেয়েছিল বাড়ীর লোকজন। পরে অজগরটি বাড়ীর পিছনের ঝোঁপঝাড়ে ঢুকে পড়তে দেখেন স্থানীয়রা। এভাবে বনের অজগর লোকালয়ে ফিরে আসায় অনেক মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ ফুট লম্বা অজগরটি শেখ পাড়া স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় সাহেদ নামের এক যুবক অজগরটির লেজ ধরে টান দিলে পিছন ফিরে অজগরটি আক্রমন করতে চাইলে সাহেদ ছেড়ে দিয়ে দৌড়ে পালায়। পরে এক সিএনজি অটোরিক্সাচালকসহ কয়েকযুবক সাফটিকে বিলের পানি থেকে আটক করে বস্তা বন্দি করে নিয়ে যায়। সাফটি দেখতে ্ওই এলাকায় শত শত মানুষ জড়ো হয়ে যায় তাৎক্ষণিক।



মন্তব্য চালু নেই