রহস্যময় আম গাছ!
কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে এখন সারা বছরই ফলানো হচ্ছে নানা ধরনের ফসল, শাক-সবজি ও নানা ধরনের ফল। এর মধ্যে বারমাসী আম অন্যতম। দেশের প্রায় সব অঞ্চলেই বারমাসী আমের চাষ করা হয়। সাধারণত মাতৃগাছে কলম করে বারমাসী আম উৎপাদন করা সম্ভব। কিন্তু এর ব্যতিক্রম হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামে।
ছোট্ট একটা বাড়ি। বাড়ির উঠানের এক কোণে আমগাছ। কিন্তু এই গাছটি আর সব গাছ থেকে ব্যতিক্রম। গাছটিতে এখন নতুন মুকুল এসেছে, একইসঙ্গে কুঁড়ি আর বড় বড় আম। একই সময়ে এমনটি কীভাবে সম্ভব?
গাছটির মালিক আতর আলী জানান, এ বছরই প্রথম গাছটিতে এমন অসময়ে আম ধরেছে। আবার মুকুল, কুঁড়ি ও বড় আম একসঙ্গে গাছে আছে। তিনি ১৮-১৯ বছর আগে স্থানীয় জাতের ফজলি আমের আঁটি লাগিয়েছিলেন। আগে গাছটিতে এমন হয়নি কখনো।
মন্তব্য চালু নেই