রহস্যময়ী তরুণীর সঙ্গে নেইমার
কোপা আমেরিকায় বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েন নেইমার। ক্লাব বার্সেলোনার আমেরিকা সফরেও দলের সঙ্গে যোগ দেননি তিনি। আর কিছুদিন পরেই ন্যু ক্যাম্পে যোগ দিতে হবে ক্লাবের সঙ্গে।
তাই বর্তমানে বাড়তি ছুটির শেষ বেলাটা চুটিয়ে উপভোগ করেছেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান তারকা। স্পেনের ইবিজাতে অবকাশ যাপন করছেন ২৩ বছর বয়সী এ ফুটবল তারকা। সঙ্গে বন্ধু ও বান্ধবীরা।
ইয়টিং, ডাইভিং এসব করেই সময় কাটছে নেইমারের। সেখানে এক রহস্যময়ী তরুণীর সঙ্গেও বেশ কিছুটা সময় কাটাতে দেখা গেছে ব্রাজিল অধিনায়ককে।ডেইলি মেইল
মন্তব্য চালু নেই