রহস্যভেদ হলো সেই গৃহহীন তরুণীর

ইতালির রাজধানী রোমে গৃহহীণ এক তরুণীর ঘুরে বেড়ানোর দৃশ্য কয়েকদিন আগে বেশ সাড়া ফেলে। এক ব্যক্তি শেতাঙ্গ এ তরুণীর ছবি তুলে অনলাইনে প্রকাশ করে দেয়। এরপর শুরু হয় হৈচৈ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

ইতালি টুডে নামে একটি সংবাদপত্রে ২১ বছর বয়সী মেয়ের ছবি দেখে এমবালা জাহুওজার্ভিকে চিনতে পারেন তার বাবা। এরপর তিনি রোমে ছুটে যান। সেখানে মেয়ের সঙ্গে দেখা করেন তার ৫৪ বছর বয়সী বাবা। সঙ্গে তার মাও ছিলেন।

তবে বাবা-মাকে নিরাশ করেন এমবালা। তরুণী জানান, তিনি কোনোভাবেই তার বাবা-মায়ের সঙ্গে যাবেন না। তার বদলে তিনি রাস্তাতেই থাকবেন।

তার বাবা জানান, ‘মেয়েটি বর্তমানে সম্পূর্ণ পাল্টে গেছে। সে আর আগের মতো নেই। সে আমাদের সঙ্গে ভালোভাবে কথাও বলেনি।’
এছাড়া এমবালা বাড়িতে ফিরতে চায় না। তিনি বলেন, ‘আমরা তাকে সুইডেনে নিয়ে যেতে চাই। কিন্তু এটি খুবই কঠিন। সে যদি সুইডেনেও থাকত তাহলেও পরিস্থিতি খুব একটা পাল্টাত না।’

তবে মেয়ের রাস্তাঘাটে থাকা নিয়ে খুবই দুঃখিত বাবা। আর এজন্য তিনি উষ্মা প্রকাশ করেন যে, কর্তৃপক্ষ কিভাবে তার মেয়েকে রাস্তায় থাকতে দিচ্ছে!

তিনি বলেন, ‘আমি তাকে রাস্তায় ঘুমাতে ও খাবারের জন্য ভিক্ষা করতে দিতে পারি না।’

তার বাবা জানান, প্রায় ছয় মাস আগে সে বাড়ি থেকে হারিয়ে যায়। এরপর তাকে ইতালির রাস্তায় ভিক্ষা করতে ও রাস্তায় থাকতে দেখা যায়।



মন্তব্য চালু নেই