স্বামী-স্ত্রীর রহস্যজনক খেলায় অপূর্ব-মম
রহস্যজনক খেলায় অপূর্ব-মম। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নির্মাণ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘দ্য মিস্টেরিয়াস গেইম’। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মম, জর্জ প্রমুখ।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নির্মাতা জানান, স্বামী-স্ত্রী এক মিস্টেরিয়াস খেলায় মেতে উঠে। এ নিয়েই নাটকটির গল্প।
আসছে ঈদে নাটকটি আরটিভিতে প্রচারের কথা রয়েছে।
মন্তব্য চালু নেই